লাখাই প্রতিনিধি :
হবিগঞ্জের লাখাইয়ে উপজেলা নির্বাহী অফিসার( ইউ,এন,ও) সাথে লাখাই রিপোর্টার্স ইউনিটির সৌজন্য সাক্ষাত অনুষ্টিত।
বৃহস্পতিবার (৪ আগষ্ঠ) উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরিফ উদ্দীন এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন লাখাই রিপোর্টার্স ইউনিটির পূর্ন গঠিত কমিটির সদস্যবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন সভাপতি মোঃ বাহার উদ্দীন , সিনিয়র সহসভাপতি এম,এ,ওয়াহেদ, সহসভাপতি মাওঃ জালাল আহমেদ, গাজী শাহজাহান চিশতী, সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহমেদ রিপন,যুগ্ম সম্পাদক শাহীনুর রহমান মোল্লা শাহীন, অর্থ সম্পাদক ছায়েদুর রহমান,নির্বাহী সদস্য কামরুল ইসলাম,ইয়াকুব হাসান অন্তর প্রমূখ।
সাক্ষাতকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দীন নিকট পূনর্গঠন করা কমিটির তালিকা প্রদান করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত সাংবাদিকগনের নিকট বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহে ও তা প্রকাশের মাধ্যমে সমাজের উন্নয়নে আরো বেশী অবদান রাখার উপর গুরুত্বারোপ করেন।তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগীতার আশাবাদ ব্যক্ত করেন।