বিশেষ প্রতিনিধি :
‘মাতৃদুগ্ধ পান এগিয়ে নিতে, শিক্ষা ও সহযোগীতা হবে বাড়াতে’’ এই প্রতিপাদ্য বিষয়ের আলোকে হবিগঞ্জে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন করা হচ্ছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকালে জেলা সদর হাসপাতাল থেকে র্যালি শহর প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সদর হাসপাতালে তত্ত্বাধায়ক ডাঃ মোঃ আমিনুল হক সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মোখলেছুর রহমান উজ্জল, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ কলিম উল্লাহ শিকদার, সিনিয়র মেডিকেল টেকনোলজিষ্ট নিখিল রঞ্জন শর্মা প্রমুখ।
১ থেকে ৭আগষ্ট পর্যন্ত মাতৃদুগ্ধ সপ্তাহে প্রচারণা, মাতৃদুগ্ধাদানে মায়েদের আগ্রহ সৃষ্টি করার লক্ষে উঠান বৈঠক, আলোচনাসহ বিভিন্ন কর্মসুচী গ্রহণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। এছাড়া বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ বিশেষ সেবা প্রদান করা হবে।