মোতাব্বির হোসেন কাজল :
হবিগঞ্জের বাহুবলে অবশেষে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিনের উদ্যোগে দীর্ঘদিন পর অবৈধ দখলদার মুক্ত হলো বাহুবল উপজেলার লামাতাসী ইউনিয়নের নন্দনপুর বাজার।
৩ আগষ্ট বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যান্ত উচ্ছেদ অভিযানে প্রায় ১০টি ও ফুটপাত দখল করে রাখা প্রায় ২০টি সহ ৩০টি দোকান ভেঙে দেওয়া হয়।
অভিযানকালে সহকারী কমিশনার ভূমির মাধ্যমে বাজারের পানি নিষ্কাশনের জন্য ড্রেইন করে দেন এবং ফুটপাতে বসা দোকানদের তাদের জন্য নির্ধারিত শেডে বসার পরামর্শ দেন।
এ উচ্ছেদ অভিযান এর ফলে একদিকে যেমন বাজারের পানি নিষ্কাশনের সমস্যা সমাধান হয়েছে তেমনি, বাজারের রাস্তা প্রায় ১৬-১৭ ফুট চওড়া হয় এবং নন্দনপুর বাজার দীর্ঘদিন পরে ফিরে পায় তার আগের চেহারা।
এ সময় উপস্থিত ছিলেন, লামাতাসী ইউনিয়নের চেয়ারম্যান আ ফ ম উস্তার মিয়া তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, সাবেক মেম্বার ফুল মিয়া, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আয়েশা আক্তার, উপজেলা ভূমি অফিস এর সার্ভেয়ার মীর মোহাম্মদ শাহিন এবং এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
জেলা প্রশাসক ইশরাত জাহান এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে মোঃ রুহুল আমিন জানিয়েছেন।