বিশেষ প্রতিনিধি :
চুনারুঘাট উপজেলায় মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটক ব্যক্তির কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ কার্যালয়ের পরিদর্শক কাজী হাবিবুর রহমান।
আটক ব্যাক্তি হলেন উপজেলার সুন্দরপুর গ্রামের মৃত শফিকুল হকের ছেলে আছকির মিয়া (৫৭)।
পরিদর্শক কাজী হাবিবুর রহমান জানান, মঙ্গলবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরপুর এলাকা থেকে গাজাসহ আছকির মিয়াকে আটক করা হয়।
পরে উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট সিদ্ধার্থ ভৌমিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৩মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০শত টাকা জরিমানা করেন।