এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বিভিন্ন রোগে আক্রান্ত ২২ নারী পুরুষ কে সমাজসেবার নগদ অর্থ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২রা আগষ্ট) দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর,উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বারিন্দ্র চন্দ্র পাল এর উপস্থিতিতে উপজেলা সভা কক্ষে এই অর্থ প্রদান করা হয়।
জানা যায়, জাতীয় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ১১ লক্ষ টাকা ২২ জন নারী পুরুষ ক্যান্সার, কিডনী এবং লিভার সিরোসিস রোগে আক্রান্ত গরীব অসহায় রোগীদেরকে এককালীন পঞ্চাশ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি ও বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপির সুস্থতা দীর্ঘ আয়াত কামনা করেন।