নবীগঞ্জ প্রতিনিধি :
নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের জনৈক কিশোরী প্রেমিকের ডাকে সাড়া দিতে গিয়ে গত রোববার (৩১ জুলাই) গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে উপজেলাজুড়ে আলোচনা সমালোচনার ঝড় সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে প্রেমিক মোঃ নুরুল আমিন (২২) ও তার সহযোগী মোঃ উজ্জ্বল মিয়াকে(২৪) গ্রেপ্তার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।
আটককৃত মোঃ নূরুল আমিন কথিত (প্রেমিক) নবীগঞ্জ উপজেলার প্রজাতপুর গ্রামের নূর মিয়ার পুত্র এবং উজ্জ্বল মিয়া আউশকান্দি ইউনিয়নের রায়পুর গ্রামের আব্দুল খালিছের পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যাটারিচালিত রিকশা চালক মোঃ নূরুল আমিনের সাথে জনৈক কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। আর সেদিন দু’জনে দেখা করতে গেলে কথিত প্রেমিক ও তার সহযোগিরা মিলে ওই কিশোরীকে গণধর্ষণ করে।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি অপারেশন কাইয়ূম জানান, গতকাল রাতেই এই মেয়ের পিতা মোঃ নূর মিয়া বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ইতিমধ্যেই আমরা দু’জনকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করেছি। এছাড়া অন্যান্য আসামিদের ধরতে আমরা চেষ্টা অব্যাহত আছে।