আনোয়ার হোসেন মিঠু,নবীগঞ্জ :
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মা, ভাই ও প্রতিবেশীকে নেশার টাকার জন্য চরম অপমান ও শারীরিক আঘাত ও নির্যাতন করার দায়ে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার( ৩১ জুলাই) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের হালিতলা বারৈইকান্দি গ্রামের মৃত রফিক মিয়ার পুত্র রুমান আলী (১৯) কে ভ্রাম্যমান আদালত দন্ড বিধি ১৮৬০ এর ৩৫৫ ধারার অপরাধে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
নেশার টাকার জন্য চরম অপমান ও শারীরিক আঘাত, বাড়ি ঘর ভাঙচুর ইত্যাদি নিয়মিত অপরাধের অভিযোগের প্রেক্ষিতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শেখ মহি উদ্দিন আহমেদ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ছেলেটির এহন আচরণে গ্রামবাসীও অবগত ছিলেন এবং তার অসংখ্য অভিযোগ রয়েছে। প্রসিকিউশকন এবং আসামি ধরতে সহায়তা করেন নবীগঞ্জ থানার এস.আই দুর্গা দাশের নেতৃত্বে একদল পুলিশ। ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সত্যতা নিশ্চিত করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন আহমেদ।