বিশেষ প্রতিনিধি :
মাধবপুর উপজেলায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক ব্যক্তিদের কাছ থেকে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন হবিগঞ্জ গোয়েন্দা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকতার্ (ওসি) মোঃ শফিকুল ইসলাম।
আটক ব্যাক্তিরা হলেন উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের নরেশ গোয়ালার ছেলে চন্দ্র গোয়ালা (৩৪) নৃপেন্দ্র তাতীর ছেলে খোকন পান তাতী ওরফে খোকা (৩০)।
ভারপ্রাপ্ত কর্মকতার্ জানান, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক অভিজিৎ ভৌমিকের নেতৃত্বে অভিযান চালিয়ে ৮০বোতল ফেনসিডিলসহ চন্দ্র গোয়ালা ও খোকন পান তাতীকে আটক করা হয়। এব্যাপারে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।