বিশেষ প্রতিনিধি :
হবিগঞ্জের বাহুবলে ঢাকা সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে অন্য একটি ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত হয়েছেন। শনিবার ভোর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল বাগান বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক চালকের পরিচয় জানা গেলেও হেলপারের পরিচয় এখনো জানা যায়নি। নিহত চালক নারায়নগঞ্জের ফতুল্লা থানার শাহী মহল্লা এলাকার আলী শেখের ছেলে লিটন শেখ।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি সালেহ আহমেদ জানান, সকালে ওই এলাকায় সিলেটগামী একটি রড বোঝাই ট্রাক রাস্তার পাশে দাঁড় করিয়ে চাকা পরিবর্তন করছিল। এ সময় পেছন দিক থেকে আসা অপর একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক লিটন শেখের মৃত্যু হয়।
গুরুতর আহত হয় ধাক্কা দেওয়া ট্রাকের হেলপার। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।