সৈয়দ সালিক আহমেদ :
জাতীয় মৎস্য সপ্তাহে হবিগঞ্জে মোবাইল কোর্ট, অবৈধ কারেন্ট জাল উদ্ধার, পোনা মাছ অবমুক্তকরণসহ বিভিন্ন কর্মসুচী পালন করা হয়।
এবিষয়ে গতকাল শুক্রবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রতিবেদন উপস্থাপন করে জেলা মৎস্য বিভাগ। এর আগে মৎস সপ্তাহের সমাপনি দিনে নিমতলা কালেক্টরেক্ট প্রাঙ্গনের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।
জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনি অনুষ্ঠানে সপ্তাহব্যাপী কর্মসুচীর বিভিন্ন অগ্রগতি তুলে ধরা হয়।
এসময় জানানো হয় যে, মৎস্য সপ্তাহে জেলার বিভিন্ন হাওরে ৯টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় বেড় জাল ৪টি, কারেন্ট জাল ৪৭২টি, চায়না দোয়ারী জাল ১১০টি, চাই ৫০টি এবং আফ্রিকান মাগুর মাছ১০ কেজি জব্দ করা হয়।
যার আনুমানিক মূল্য প্রায় ১২লক্ষ টাকা। তাছাড়া এসময় বিভিন্ন অপরাধে ২টি মামলা ও ৪হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিবেদনে আরো বলা হয়, হাওর অঞ্চলে ৩৫ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, হবিগঞ্জ জেলায় মাছের চাহিদার চেয়ে উৎপাদন বেশী আছে। কিন্তু এই উৎপাদন আমাদেরকে ধরে রাখতে হলে অবৈধ জালের ব্যবহার বন্ধ করতে হবে। তবেই আমরা আমাদের উৎপাদন সক্ষমতা ধরে রাখতে পারব। বর্তমান সরকার মাছের প্রজনন সময়ে জেলেদের জন্য প্রণোদনার ব্যবস্থা করেছে। তাই প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ রাখার জন্য সামাজিকভাবে সচেতনতা সৃষ্টি করতে হবে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধূরী, জেলা মৎস কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন প্রমুখ।