বাহার উদ্দিন, লাখাই :
হবিগঞ্জের লাখাইয়ে বাজারে কাঁচামরিচের ঝাঁজ বেড়েই চলেছে।২ সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের প্রতি কেজি ডবল সেঞ্চুরি অতিক্রম করেছে।
দুই সপ্তাহ পূর্বে যে কাঁচা মরিচ মানভেদে ১০০-১২০ টাকা কেজি দরে বিক্রি হতো তা এখন ২০০-২২০ টাকায় বিক্রি হচ্ছে। নিত্যপন্য কাঁচা মরিচের মূল্য বৃূদ্ধি তে ক্রেতাসাধারণ ভোগান্তি বেড়েছে।
লাখাইর কালাউক, বামৈ ও বুল্লাবাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সাথে আলাপ কালে জানা যায় অন্যান্য শাকসবজি দামবন্যা পরবর্তী সময়ে বৃদ্ধি পেলেও সহনীয় পর্যায়ে রয়েছে তবে কাঁচা মরিচের দাম অস্বাভাবিক ভাবে বেড়ে চলেছে।
বুল্লাবাজার এর সব্জি বিক্রেতা আব্দুল হান্নান জানান ভয়াবহ বন্যায় জমিতে পানি উঠা ও অনেক জমি পানিতে তলিয়ে যাওয়ায় সরবরাহ কমে গেছে এতে আড়তে দাম বেড়ে গেছে।তাই আগের তুলনায় দাম বেড়েছে।