স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের ঘরে প্রবেশ করে ৮ জনকে মারপিটের অভিযোগে দায়ের হওয়া মামলায় মোয়াজ উদ্দিন (২৮) নামে একজনের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
গতকাল হবিগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুই আসামী হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তাহমিনা হক মোয়াজ উদ্দিনের জামিন নামঞ্জুর করে তঁাকে কারাগারে প্রেরণের আদেশ দেন। অপর আসামীকে অভিযোগপত্র দায়েরের আগ পর্যন্ত জামিন দিয়েছেন।
বাদীপক্ষে আইনজীবী ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর চৌধুরী। তিনি বলেন, সংখ্যালঘু পরিবারের উপর হামলা করে ৮ জনকে মারপিট ও মালামাল লুটপাটে জড়িত আসামীর জামিন নামঞ্জুর করেছেন আদালত। এ মামলার সকল আসামীর দৃষ্টান্ত শাস্তি নিশ্চিতের জন্য আদালতে দাবি জানিয়েছি।
জানা গেছে, গত সোমবার আজমিরীগঞ্জ উপজেলার বদরপুর গ্রামে রথীন্দ্র সূত্রধর নামে এক ব্যক্তির বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা বাড়িটির বাসিন্দা ৮ জনকে পিটিয়ে আহত করে ও মালামাল লুটপাট করে। ওইদিনই এ ঘটনায় আজমিরীগঞ্জ থানায় মামলা দায়ের হলে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে বলেন, জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। বাকী আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।