বাহার উদ্দিন, লাখাই :
হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ এর সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি তার নিজস্ব অর্থায়নে ‘লাখাই ইন্সটিটিউট অব ফ্রিলান্সিং এন্ড আউটসোর্সিং’ প্রতিষ্ঠানে ফার্নিচার ও কম্পিউটার প্রদান করেন।
বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলা হ্যালিপ্যাড মাঠ সংলগ্ন ইনস্টিটিউট এ সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবু জাহির এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফার্নিচার ও কম্পিউটার প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির স্বপ্নদ্রষ্টা, প্রতিষ্ঠাতা ও উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ শরীফ উদ্দিন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম,থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম, প্রতিষ্ঠানটির চিফ ইন্সট্রাক্টর ও এক্সিকিউটিভ ডিরেক্টর ও প্রশিক্ষক ফ্রীল্যান্সার ফয়সাল আহমেদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি এডভোকেট আবু জাহির তার বক্তব্যে বলেন- লাখাইয়ে বেকারত্ব নির্মূলে এবং আইসিটি খাতে তরুণ উদ্যোক্তা সৃষ্টিতে এ প্রতিষ্ঠানটি বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
তিনি এরকম একটি প্রতিষ্ঠান গড়তে এগিয়ে আসায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দীন কে ধন্যবাদ জানান এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য প্রতিষ্ঠানতিতে ফ্রিলান্সার তৈরির প্রশিক্ষণ দেয়া হচ্ছে।