নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ কাজীরগাঁওয়ে সুরাইয়া আক্তার (১৭) নামে এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে বাড়িতে যন্ত্রনায় ছটপট করতে থাকলে পরিবারের লোকজন তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
সে ওই গ্রামের মৃত আকল মিয়ার কন্যা।
এদিকে হাসপাতালে লাশ ফেলে পরিবারের লোকজন গা ঢাকা দেয়ায় মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়।
হবিগঞ্জ সদর থানার এসআই কে এম রাসেল লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
ওই ছাত্রীর মৃত্যুর প্রকৃত কারণ জানা না গেলেও তবে একটি সূত্র জানিয়েছে প্রেমের কারণে বিষ জাতীয় বা অন্য কোন ধরণের ঔষধ সেবন করে থাকতে পারে। এ ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে।