মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল রাতে উপজেলার শাহপুর এলাকা থেকে থানার এসআই রঞ্জন কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে নয়াপাড়া ইউনিয়নের রতনপুর গ্রামের মৃত রিফাত আলীর ছেলে কামাল মিয়া (৪৫) কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত কামাল মিয়া দায়রা ৬৮৩/১৯ মামলায় ১ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২ লক্ষ ৫ হাজার ৫ শত ২০ টাকা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডে পলাতক আসামি ছিলেন।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়, তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।