মাধবপুর প্রতিনিধিঃ নাসির নগর খান্দুরা হাবেলী মালিকানা রাস্তা নির্মাণে বাধা সৃষ্টি করেছে একটি মহল। জানা যায়, বি-বাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার খান্দুরা হাবেলী বাড়িপার্শ্বে মৌরশী জমি দিয়ে পায়ে চলার জন্য মাটি রাস্তা নির্মাণ করে দিয়েছিল কামাল মিয়া উত্তরসূরী পরিবারগণ। এ মৌরশী রাস্তা প্রস্থ বড় করে পাকা নির্মাণ করে খান্দুরা উত্তর দিকে নিয়ে যাওয়ার জন্য একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে জোর প্রভাব দেখিয়ে রাস্তা করার চেষ্টা চালাচ্ছে। এতে প্রকৃত ভূমি মালিক কামাল মিয়া অনেক ক্ষতি সাধন হবে বলে নাসির নগর উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দিয়েছেন স্বাক্ষরিত মালিকপক্ষসহ এলাকাবাসী।