বিশেষ প্রতিনিধি :
হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় ডিলিং ও ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করার অপরাধে ৩টি প্রতিষ্টাকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকাল ৫টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার রিফাত আনজুম পিয়া।
সহকারী কমিশনার জানান, শহরের শায়েস্থানগর ও পুরান মুন্সেফী এলাকায় ডিলিং ও ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করার অপরাধে ৩টি সিমেন্ট বিক্রেতা প্রতিষ্টানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। তাছাড়া দ্রুততম সময়ের মধ্যে ট্রেড লাইসেন্স সংগ্রহ করার জন্য বলা হয়।
আমাদের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা প্রদান করেন একদল পুলিশ সদস্য।