সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় এই প্রথম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৩৬ জন শিক্ষকদের নিয়ে ডিজিটাল তৈরি এবং অনলাইন ক্লাস পরিচালনা বিষয়ক উপর তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুভ উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
বুধবার ( ২৭ জুলাই )সকাল ১০ টায় শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসার সভা কক্ষে উপজেলা পরিষদের আয়োজনে , ইউ জি ডিপি ও জাইকা সহযোগিতায় এবং উপজেলা মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা বিষয়ক কমিটির বাস্তবায়নে ” উন্নয়নের গণতন্ত্র শেখ হাসিনার মূলমন্ত্র ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার শিক্ষক ও শিক্ষিকাদের মাঝে আইটি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি সুযোগ সৃষ্টির বার্তা নিয়ে এলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা অর্জন,মাল্টি মিডিয়া ক্লাস পরিচালনা দক্ষতা অর্জন , কম্পিউটার ব্যবহারে দক্ষতা অর্জন , ইন্টারনেট ব্যবহারে দক্ষতা অর্জন এবং শিক্ষা প্রতিষ্ঠানের আইসিটি ব্যবহার নিশ্চিত করণ উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষকদের ডিজিটাল কনটেন্ট তৈরি এবং অনলাইন ক্লাস পরিচালনা বিষয়ক তিন দিন ব্যাপী কর্মশালা প্রশিক্ষণ উদ্বোধনী কর্মসূচী ঘোষণা করা হয়।
এ কর্মশালা আগামী ২৯ জুলাই শুক্রবার প্রশিক্ষণ সমাপনী হবে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজরাতুন নাঈম এর সভাপতিত্বে ও উপজেলা একাডেমি সুপার ভাইজার জগদীশ দাশ তালুকদারের পরিচালনায় প্রশিক্ষণ কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গাজিউর রহমান ইমরান , মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মুজিবুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন মডেল কামিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মোঃ শাহাব উদ্দিন ,উপজেলা কো-অর্ডিনেটর ( জে আই সি এ)নিশীতি,উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর , রিপোর্টাস ক্লাবের সভাপতি মোঃ মামুন চৌধুরী,আইসিটি ফোর ই জেলা এম্বাসেডর সহকারী শিক্ষক মোঃ বদরুজ্জামান , শামীমা সুলতানা , মডেল কামিল মাদ্রাসা অভিভাবক সদস্য মোঃ শাজাহান মিয়া প্রমুখ।