বিশেষ প্রতিনিধি :
অবৈধ বিদুৎ সংযোগ ও বকেয়া বিল আদায়ের লক্ষে বাংলাদেশ বিদুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ভ্রাম্যমাণ আদালত কোট পরিচালনা করেছে। এসময় অবৈধ ১১টি বাসা ও দোকানের বিদুৎতের লাইন বিচ্ছিন্ন করা হয়।
গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় সিলেট বিদুৎ বিভাগের যুগ্ম দায়রা জজ আদালতের ম্যাজিস্ট্রেট আনোয়ারুল হকের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
নিবার্হী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন সরদার জানান, এসময় ১১টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তাছাড়া বকেয়া বিল ১০লক্ষ টাকা ও অবৈধ সংযোগের দায়ে ৬লক্ষ টাকাসহ মোট ১৬ লক্ষ টাকা জরিমানা করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী রাকীবুল হাসান, উপসহকারী প্রকৌশলী চাদনী আক্তার, মোঃ ইমাম হোসেন, মোঃ মনিরুল ইসলাম মুকুলসহ সদর থানার একদল পুলিশ সদস্য।