বিশেষ প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে হাওর এলাকায় অবৈধ জালের ব্যবহার ও পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কয়েক হাজার মিটার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
উপজেলা মৎস কর্মকর্তা মোঃ আবু ফরিদুর হক জানান, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈনের নেতৃত্বে উপজেলার সোনাই নদী, খ্রাষ্টি নদী, বানেশ্বর হাওর, মাহমুদপুর ও ঘাগড়াবাড়ী প্লাবন ভুমিতে অভিযান পরিচালনা করা হয়।
এসময় ৪১টি চায়না দুয়ারী জাল ও ৩৫ হাজার ৭শত মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ২লাখ ৬২ হাজার টাকা।
পরে জব্দকৃত জাল গুলো ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আগুনে পুড়িয়ে ফেলা হয়। অভিযানকালে মাধবপুর থানার একদল পুলিশ সদস্য সহায়তা প্রদান করেন।