বাহার উদ্দিন, লাখাই :
হবিগঞ্জের লাখাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে হাওর এলাকায় অবৈধ কারেন্ট জালের ব্যবহার ও পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ২জনকে আটকসহ ৫হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা ইদ্রিস তালুকদার জানান, উপজেলার বামৈ ইউনিয়নের কচুয়া হাওরে এলাকায় মঙ্গলবার টার উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন এর নেতৃত্বে অবৈধ কারেন্ট জালের ব্যবহার ও পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান করা হয়।
এসময় ২জনকে আটকসহ ৫হাজার মিটার চায়না দুয়ারী ও ম্যাজিক জাল জব্দ করা হয়। পরে উপজেলা নিবার্হী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১হাজার করে মোট দুই হাজার টাকা জরিমানা ও জব্দকৃত ৫হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়।
অভিযানকালে লাখাই থানার একদল পুলিশ সদস্য সহায়তা প্রদান করেন।