বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথ প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা বুধবার রাতে ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, কোষাধ্যক্ষ অসিত রঞ্জন দেব, কার্যকরী কমিটির সদস্য রফিকুল ইসলাম জুবায়ের, প্রনঞ্জয় বৈদ্য অপু, এমদাদুর রহমান মিলাদ, শহিদুর রহমান, সদস্য নূর উদ্দিন জামাল মিয়া, আবুল কাশেম। সভায় ক্লাবের বিভিন্ন দিক নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে হোসেনপুর-মুফতিরবাজার-বাওনপুর রাস্তার বহাল দশায় পরিণত রয়েছেন। রাস্তাটি সংস্কার কাজ না হওয়া এলাকাবাসীকে চরম দূর্ভোগ পুহাতে হচ্ছে। অভিলম্ভে রাস্তাটি সংস্কার করার জোর দাবি জানান তারা।