দিলোয়ার হোসাইন:
হবিগঞ্জের বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেনকে বানিয়াচংয়ের আলেমদের উদ্যোগে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে ।
সোমবার ২৫ জুলাই বিকালে ১নং ইউনিয়ন পরিষদ সভাকক্ষে আল্লামা আব্দুল বাসিত আজাদ (বড় হুজুরের) সভাপতিত্বে এবং মাওলানা মশিউর রহমানের পরিচালনায় বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ এমরান হোসেন কে এই বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা ইমাম সমিতির সভাপতি মুফতী কাজী আতাউর রহমান,প্রিন্সিপাল মাওলানা আব্দাল হোসেন খান,মাওলানা শায়খ আব্দুল ওয়াদুদ,দারুল কোরআন মাদরাসা নায়েমে মুহতামিম মাওলানা মজিবুর রহমান , আদমখানী মহিলা মাদরাসার মুহতামিম মুফতী আমীর আহমদ, মুফতী মুবাশ্বির আহমদ, মাওলানা আশরাফ আলী, বাসিয়াপাড়া মাদরাসার মুহতামিম মাওলানা শায়খ শফিকুর রহমান, মাওলানা শেখ বশির আহমদ, মাওলানা আব্দুল কাইয়ূম, মাওলানা জাফর আহমদ সিরাজী, হাফিজ মাওলানা তাওহিদুল ইসলাম, মাওলানা জিয়াউল হক খান, মাওলানা ফারুক আহমদ আনসারী, মৌলভী হাফিজ উদ্দীন খান, মাওলানা সামায়ূন কবির,হাফিজ মাওলানা বশির উদ্দিন, মাওলানা ইমরান আহমদ উসমানী, মাওলানা শাহজাহান, মাওলানা রিয়াদ আল আসাদ, মাওলানা আব্দুল মুহিত, মাওলানা আমীন উদ্দীন আমিন, মাওলানা ইমদাদুল হক হবিগঞ্জী প্রমুখ।
এ সময় ওসি মোহাম্মদ এমরান হোসেন বলেন,বানিয়াচংয়ে সর্বস্তরের আলেম উলামা আমাকে আজ যে সংবর্ধনা দিলেন তা পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি।বানিয়াচংয়ের সর্বস্তরের আলেম উলামাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানান তিনি।