বাহার উদ্দিন, লাখাই :
হবিগঞ্জের লাখাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনা অবমুক্তকরন, র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত।
রবিবার ২৪ জুলাই সকাল ১১টায় লাখাই থানা পুকুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনা অবমুক্তকরনের শুভ উদ্বোধন করেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা মোঃ ইদ্রিছ তালুকদার, লাখাই উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমীরুল ইসলাম আলম, লাখাই থানার অফিসার্স ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ বোরহান উদ্দীন, এবং লাখাই উপজেলার মৎস্য চাষী ও মৎস্যজীবিগন।
পোনা অবমুক্ত শেষে লাখাই থানা প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
র্যালীটি লাখাই উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লাখাই উপজেলার অডিটরিয়াম হলে লাখাই উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী মৎস্য কর্মকর্তা বোরহান উদ্দীনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আমীরুল ইসলাম আলম, বিশেষ অতিথি ছিলেন লাখাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) সাইদুল ইসলাম।
আলোচনা সভার শুরুতে পবিত্র কেরআন থেকে তেলাওয়াত করেন মাওঃ শফিকুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন মৎস্য কর্মকর্তা মোঃ ইদ্রিস তালুকদার আরো বক্তব্য রাখেন লাখাইর বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান এডঃ খোকন চন্দ্র গোপ, লাখাই উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম শফিক,লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ বাহার উদ্দীন ,বীর মুক্তি যুদ্ধা কেশব চন্দ্র রায়, মৎস্য চাষী রায়হান উদ্দীন, আ’লীগ নেতা দেলোয়ার হোসেন মান্না।
আরো উপস্তিত ছিলেন মুড়িয়াউক ইউনিয়নের চেয়ারম্যান নোমান সারোয়ার জনি, করাব ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কদ্দুছ প্রমুখ।
শেষে ৩জন মৎস্য চাষীদের পুরস্কার হিসাবে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন।
ক্রেষ্ট প্রাপ্তরা হলেন বদিউল আলম কাজল, মোজাম্মেল হক, মোঃ নুর আলম।
সভায় বক্তাগন বলেন বর্তমান সরকারের আমলে মাছের উৎপাদনে প্রভূত উন্নতি সাধিত হয়েছে। মৎস্য উৎপাদনে আমরা বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছি।
এ ধারা অব্যাহত রেখে মাছের উৎপান আরো বৃদ্ধি করতে হবে।পোনামাছ নিধন বন্ধে কার্যকরি পদক্ষেপ গ্রহন করতে হবে।