হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ সদর উপজেলার পূর্ব এড়ালিয়ায় একটি মৎস্য খামারের পাশে আম গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
২৪ জুলাই রবিবার বিকাল চারটার দিকে এ লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বিকেলে খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ পূর্ব এড়ালিয়া গ্রামের দক্ষিণ পাশে হারুনুর রশীদ শাহিদের মৎস্য খামারের পশ্চিম পাশে আম গাছের ডালে গলায় ওড়না পেছানো বিল্লাল মিয়া (২৩) নামের এক যুবকের লাশ উদ্ধার করে। সে পশ্চিম এড়ালিয়া গ্রামের আবুল হাসিমের পুত্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি।প্রাথমিকভাবে জানতে পেরেছি মায়ের সাথে ঝগড়া করে সে এমনটা করেছে।