বিশেষ প্রতিনিধি :
মাধবপুর সরকার নিষিদ্ধ বেশ কিছু অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত কারেন্ট জাল উপজেলা প্রশাসন চত্ত্বরে আগুনে পুড়ে ফেলা হয়।
গতকাল শনিবার সকালে সোনাই নদীতে উপজেলা নিবার্হী কর্মকর্তা মেখ মঈনুল ইসলাম মঈনের নেতুত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় ১৯হাজার ৫০০শত মিটার কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫০হাজার টাকা। তবে কাউকে আটক করা যায়নি।
মাধবপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুর হক দৈনিক শায়েস্তাগঞ্জকে জানান, জব্দকৃত কারেন্ট জাল গুলো উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নিবার্হী কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পোড়ানো হয়।
এছাড়া অবৈধ জালের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।