স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জের লাখাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দীন কে শুভেচ্ছার নিদর্শন স্বরুপ সেরা কবিতা নিয়ে” বাংলার উদীয়মান কবি” গ্রন্থ খানী তাঁর হাতে তুলে দেন লাখাই রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক ও উদীয়মান কবি মহিউদ্দিন আহমেদ রিপন।
শনিবার (২৩ জুলাই) লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা এর কার্যালয়ে দুপুরবেলা কবিতা গ্রন্থ টি প্রদান কালে উপস্থিত ছিলেন লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ বাহার উদ্দীন, সাধারন সম্পাদক বিল্লাল আহমেদ, সিনিয়র সহ সভাপতি এম,এ,ওয়াহেদ।
উল্লেখ্য ফজলুর রহমান বকুল এর সম্পাদনায় শব্দমালা প্রকাশনার এ গ্রন্থটিতে অন্যান্যদের মতো লাখাইর উদীয়মান কবি মহিউদ্দিন আহমেদ রিপন একটি কবিতা স্থান পায়।