বানিয়াচং প্রতিনিধি :
হবিগঞ্জের বানিয়াচংয়ে”নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”এই স্লোগানকে ধারণ করে বানিয়াচংয়ের সাংবাদিকদের সাথে বানিয়াচং উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত করেছেন।
২৩ জুলাই শনিবার সকাল এগারোটায় উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে, উপজেলা মৎস্য কর্মকর্তার কর্মকর্তার কার্যালয়ে সারাদেশের ন্যায় হবিগঞ্জ জেলার বানিয়াচং উজেলায় উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
(২৩ জুলাই থেকে ২৯ জুলাই ২০২২) মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
মতবিনিময় কালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নূরুল ইকরাম বলেন বঙ্গবন্ধু বলেছিলেন মাছ হবে দেশের ২য় বৈদেশিক মুদ্রা অর্জনকারী সম্পদ এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক এসএমএস খোকন, আব্দুল হক মামুন,আকিকুর রহমান রুমন,কামরুল হাসান কাজল,আলমগীর রেজা,শেখ নূরুল ইসলাম প্রমূখ।