সৈয়দ আখলাক উদ্দিন মনসুর , শায়েস্তাগঞ্জ :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ জুলাই) বেলা ১১ টায় শায়েস্তাগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচি ঘোষণা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি কামরুজ্জামান আল রিয়াদ, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুর রকিব, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মইনুল হাসান রতন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহ মোঃ হুমায়ুন, সাধারণ সম্পাদক হামিদুল হক বুলবুল, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, আঞ্চলিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাব্বির হোসেন কাজল, সৌমিত্র দাস সুমন প্রমুখ।
উপজেলা মৎস্য অফিস সুত্রে জানা যায়, গতবছরের তুলনায় শায়েস্তাগঞ্জ উপজেলায় মাছের চাহিদা বাড়ার পাশাপাশি কমেছে ঘাটতি। বর্তমানে শায়েস্তাগঞ্জে ২ হাজার মেট্রিক টন চাহিদার বিপরীতে উৎপাদন হচ্ছে ১৮ শ’ ৫৫ মেট্রিক টন মাছ। গতবার যেখানে ঘাটতি ছিলো ১ হাজার ৬৫ মেট্রিক টন সেখানে ৯শ’ ২০ মেট্রিক টন কমে ঘাটতি দাঁড়িয়েছে ১ শ’ ৪৫ মেট্রিক টন।
এছাড়াও উজান থেকে নেমে আসা আকস্মিক ঢলে এবছর ২২ টি পুকুরের ১৮ লক্ষ টাকার মাছ ভেসে গেছে।
পরিসংখ্যান বলছে উপজেলায় সরকারি পুকুর আছে ১৬ এবং বেসরকারি পুকুর আছে ৮২৪ টি।
মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, ২৩ জুলাই থেকে শুরু হওয়া এবারের মৎস্য সপ্তাহ শেষ হবে ২৯ জুলাই।
কর্মসূচির মধ্যে রয়েছে মাইকিং ও ব্যানার ফেস্টুনের মাধ্যমে প্রচারণা চালানোর পাশাপাশি প্রামাণ্য চিত্র। মাছে রাসায়নিক প্রয়োগ বিরোধী অভিযান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, মৎস্য চাষিদের পরামর্শ ও সেবা প্রদান, মাছের পোনা অবমুক্তকরণ, উপকরণ বিতরণ, হ্যাচারি মালিক ও উদ্যোক্তাদের মধ্যে জার্ম প্লাজম বিতরণ এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপজেলা পর্যায়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময়।
উপজেলা মৎস্য কর্মকর্তা কনিক চন্দ্র শর্মা জানান, ঘাটতি পূরণে বিল-নার্সারি কার্যক্রম, মাছ চাষ, উন্মুক্ত জলাশয়ে পোনা অবমুক্তি, আশ্রয়ন প্রকল্পের পুকুরে মাছ চাষ, মৎস্য অভয়াশ্রম রক্ষণাবেক্ষণ প্রভৃতি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।