বিশেষ প্রতিনিধি :
“৮০০ কোটির পৃথিবী সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়ের আলোকে হবিগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবসের র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বিকাল ৪টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির। পৌর মেয়র আতাউর রহমান সেলিম, উপপরিচালক পরিবার পরিকল্পনা মীর সাজেদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজেন ব্যার্নাজি, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুলসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ কর্মীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া মা ও শিশু স্বাস্থে বিশেষ অবদান রাখার সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলামকে পুরস্কার প্রদান করা হয়।
ইতিমধ্যে তিনি সিলেট বিভাগের মধ্যে ৩বার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।