বিশেষ প্রতিনিধি :
শায়েস্তাগঞ্জ উপজেলায় মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাচঁ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ কার্যালয়। আটক ব্যক্তির কাছ থেকে ৬৫০ গ্রাম গাজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ইন্সপেক্টর কাজী হাবিবুর রহমান।
আটক ব্যাক্তি হলেন শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর এলাকার হেমিয়া বেগম ( ৫৫), সোনিয়া রবিদাস (৫৩), মতুর্জ আলী (৫০), ফজলু মিয়া ও (৪৫) রিপন মিয়া (৩৫)।
ইন্সপেক্টর কাজী হাবিবুর রহমান জানান, গতকাল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দাউদনগর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে নিবার্হী ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে হেমিয়া বেগমকে ৩মাসের বিনাশ্রম কারাদন্ড, সোনিয়া রবিদাসকে ১মাসের বিনাশ্রম কারাদন্ড এবং অপর ৩ আসামীকে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।