বিশেষ প্রতিনিধি :
হবিগঞ্জের লাখাই বন্যাদূর্গত এলাকায় পানি বিশুদ্ধকরণ, কৃমিনাশক ট্যাবেলট ও স্যানেটারী প্যাড বিতরণ করা হয়েছে। এসময় ১হাজার ৩শত ৪৬জন মায়ের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার বুল্লা ইউনিয়নের গঙ্গানগর এলাকায় আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রম শুরু হয়।
ইউএসএআইডি‘র অর্থায়নে এসএমসি‘র সহায়তায় সীমান্তিক নতুন দিন প্রকল্পের বাস্তবায়নে বন্যা দূর্গত এলাকার মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষার জন্য এসব পণ্য সামগ্রী বিতরণ করা হয়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেইভ দা চিলড্রেন এর ব্যবস্থাপক জেলা বাস্তবায়ন রওশন আরা বেগম, ব্যবস্থাপক এমআইএস শাকিল আহমেদ খান, সীমান্তিক মামনি এমএনসিএস প্রকল্পের জেলা সমন্বয়কারী দিলীপ চন্দ্র দাস, সদর লাখাই উপজেলা সমন্বয়কারী সৈয়দ সালিক আহমেদ, নতুনদিন প্রকল্পের ফিল্ড সুপারভাইজার শেফা আক্তার প্রমুখ।