বিশেষ প্রতিনিধি :
রাত ৮টার পর সকল মার্কেট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সরকারি নির্দেশনা বাস্তবায়নে মাঠে নেমেছে হবিগঞ্জ জেলা প্রশাসন।
গতকাল রাত ৯টায় শহরের প্রধান সড়কে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় বেশ কিছু দোকান খোলা থাকায় তাদের সতর্ক করে তাৎক্ষণিক বন্ধ করে দেয়া হয়। এছাড়াও একটি ব্যবসা প্রতিষ্ঠানকে এক হাজার টাকা জরিমানা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন খান এলিস জানান, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে কেউ সরাসরি নির্দেশনা অমান্য করলে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে অভিযান চলাকালে শহরের সবুজবাগ, কালিবাড়ী এলাকায় বিদুৎ থাকলেও পুরাণ মুন্সেফী, ডাকঘর এলাকা, চৌধুরী বাজারসহ আশপাশের এলাকায় লোডশেডিং চলছিল।