নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের চুনারুঘাটে বালুবাহী ট্রাক চাপায় হিরা মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ রিকশা চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে চুনারুঘাট পৌর এলাকার লক্ষীপুর নামক স্থানে এ ঘটনাটি ঘটেছে।নিহত হিরা মিয়া ধলাইপার গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
জানা যায়, হিরা মিয়া প্রতিদিনের মতো সকাল বেলা রিকশা নিয়ে বের হলে দুপুরে উল্টো দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক তাকে চাপা দেন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় চুনারুঘাট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুনারুঘাট থানার ওসি (তদন্ত) মোহাম্মদ গোলাম মোস্তফা সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে এবং হিরা মিয়ার মরদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।