বিশেষ প্রতিনিধি :
সরকারের নির্দেশনা অনুযায়ী রাত ৮টার পর দোকানপাট ও বিপনী বিতান বন্ধ রাখার জন্য শহরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় বিভিন্ন দোকানী ও বিপনী বিতান কর্তৃপক্ষকে সর্তক করে বলা হয় যে, বিদুৎ সাশ্রয়ের জন্য সরকারী নির্দেশনা অনুযায়ী রাত ৮টার পর অবশ্যই দোকানপাট বন্ধ রাখতে হবে।
গতকাল সোমাবার রাতে হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার শাহ জহুরুল হোসেনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এবিষয়ে শাহ জহুরুল হোসেন বলেন, আজ মঙ্গলবার রাত ৮টা থেকে নিয়মিত মনিটরিং করা হবে। সরকারের নির্দেশনা মাঠ পর্যায়ে কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।