বিশেষ প্রতিনিধি :
দুর্ঘটনা প্রতিরোধ, সড়কে নিরাপত্তা আনয়ন ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় কয়েকটি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের এবং জরিমানা করা হয়।
গতকাল সোমবার বিকাল ৪টায় শহরের ধুলিয়াখাল এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার নাভিদ সারওয়ার।
এসময় তিনি ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজপত্র না থাকায় ৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করে এক হাজার সাতশত টাকা জরিমানা করেন। মোবাইল কোর্ট পরিচালনার সময় সদর থানার একদল পুলিশ সদস্য সহায়তা প্রদান করেন।