নিজস্ব প্রতিবেদক :
ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার বাখর নগর গেইট নামক স্থানে যাত্রীবাহী বাস ও মাইক্রোর মুখোমুখি সংঘর্ষে ৪ যাত্রী নিহত ও কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়েছেন।
১৮ জুলাই সোমবার দুপুর ২ টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর এর পার্শ্ববর্তী এলাকার বাখরনগর গেইট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে আল মোবারাকা পরিবহনের একটি বাস ঢাকায় যাচ্ছিল। শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর আরো তিনজন মারা যান।
তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ ও ফায়ার সার্ভিস এর সদস্যরা হতাহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহমেদ সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।