নিজস্ব প্রতিবেদক :
আজমিরীগঞ্জের কাকাইলছেও ইউনিয়নের ২০০ টি বন্যার্ত ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে “এসএসসি ব্যাচ ২০০৯” চুনারুঘাট উপজেলা।
স্বপ্ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ সাহান মিয়ার অনুরোধে কাকাইলছেও ইউনিয়নে এই ত্রাণ সামগ্রী প্রদান করা হয়।
কাকাইলছেও ইউনিয়নের ১০ টি গ্রামের বানভাসি ও অসহায় পরিবারকে সৌলরী মাদ্রাসা মাঠে এই সহায়তা দেওয়া হয়।
এসএসসি ব্যাচ ২০০৯,চুনারুঘাট উপজেলার শিক্ষার্থী কৃষিবিদ ফয়সাল আহমদ সোহান এবং স্বপ্ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ সাহান মিয়ার নেতৃত্বে বিশ জনের একটি দল ত্রাণ কার্যক্রম পরিচালনা করে।
স্বপ্ন ফাউন্ডেশনের মাধ্যমে ‘এসএসসি ব্যাচ ২০০৯’ চুনারুঘাট উপজেলার সূর্য সন্তানরা কাকাইলছেও ইউনিয়নের অসহায় পরিবারে ভবিষ্যতে আরো আর্থিক সহায়তা প্রদান করবেন বলে আশ্বস্ত করেন।