স্টাফ রিপোর্টার ॥
হবিগঞ্জ শহরের জঙ্গল বহুলা এলাকার খোয়াই নদীর বাঁধে চাঞ্চল্যকর দিন মুজুর কদর আলী হত্যা মামলার ১৮ দিন অতিবাহিত হলেও রহস্য উন্মোচন করতে পারেনি পুলিশ।
এ নিয়ে তার পরিবার বিচার পাওয়া নিয়ে অনিশ্চয়তায় ভুগছে। প্রশাসনের পক্ষ থেকে বরাবরের মতোই আশার বাণী শোনানো হচ্ছে, অচিরেই হত্যার রহস্য উন্মোচন হবে। কিন্তু সচেতন মহলের প্রশ্ন সিসিটিভির ফুটেজে ৩/৪ ব্যক্তিকে দেখা গেলেও গত ১৮ দিনেও তাদের সনাক্ত করতে পারেনি সদর থানা পুলিশ।
তবে শায়েস্তাগঞ্জ মাছের ঘাটে কদর আলীর মাথা পাওয়ার পর রহস্য উদঘাটনের জন্য এক মাজারের খাদেম বদিউজ্জামান ফয়ছলসহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হলেও কোনো কুল কিনারা পাওয়া যায়নি। প্রসঙ্গত, গত ২ জুলাই হবিগঞ্জ পৌর এলাকার মাছুলিয়া এলাকার খোয়াই নদীর পাড় থেকে কদর আলী (৪৫) নামে এক ট্রাক শ্রমিকের মাথাবিহীন লাশ উদ্ধার করে পুলিশ। সে জঙ্গলবহুলা গ্রামের মৃত মারফত উল্লার ছেলে। তিনি ট্রাক্টর শ্রমিকের কাজ করতেন। এর দুই দিন পর শায়েস্তাগঞ্জ মাছের ঘাট তার মাথা উদ্ধার করে।
৩ জুলাই তার কন্যা থানায় হত্যা মামলা দায়ের করে। এর পর থেকে তদন্তকারী কর্মকর্তা এসআই সজিব আহমেদ তথ্য প্রযুক্তির মাধ্যমে রহস্য উদঘাটনসহ ঘটনার সাথে জড়িতদের ধরতে হবিগঞ্জসহ বিভিন্ন জেলায় অভিযান শুরু করেছেন। কিন্তু এখন পর্যন্ত জড়িতদের হদিস পাওয়া যাচ্ছে না। অন্যদিকে এ চাঞ্চল্যকর ঘটনার কারণে দিনের বেলা ওই এলাকা দিয়ে চলাচল করতে মানুষ ভয় পাচ্ছেন।