বিশেষ প্রতিনিধি :
জাতীয় শুদ্ধাচার কৌশল নীতিমালার আওতায় হবিগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়।
বুধবার (১৩জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২০২১-২২ এ পুরস্কার প্রাপ্তদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলা প্রশাসক ইশরাত জাহান।
গ্রেড-৩ হতে গ্রেড-৯ কর্মকর্তাদের মাঝে শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত হন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, গ্রেড-১০ হতে গ্রেড-১৬ কর্মচারীদের মধ্যে পুরস্কৃত হন প্রশাসনিক কর্মকর্তা বীরেশ্বর সিংহ, গ্রেড-১৭ হতে গ্রেড-২০ কর্মচারীদের মধ্যে পুরস্কৃত হন ফটোকপি অপারেটর মোঃ আব্দুর রেজ্জাক।
মাঠ পর্যায়ের উপজেলা কার্যালয়সমূহের প্রধানদের মধ্যে শুদ্ধাচার পুরস্কার লাভ করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) বিজেন ব্যার্নাজি, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোঃ রফিকুল আলম , উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, সহকারী কমিশনার (ভূমি) বৃন্দ এবং জেলা প্রশাসকের কার্যালয় এর অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।