বাহার উদ্দিন :
হবিগঞ্জে সিলেট অঞ্চলের ভূপ্রকৃতি ও বন্যা শীর্ষক বিশেষ আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
মঙ্গবার(১২ জুলাই) হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে দুপুর ১১ ঘটিকায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) হবিগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক ইকরামুল ওয়াদুদ এর সভাপতিত্বে ও বাপার কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক শরীফ জামিল এর সঞ্চালনায় এ বিশেষ আলোচনা সভা অনুষ্টিত হয়।
এতে মূল আলোচক হিসাবে উপস্থিত ছিলেন- মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মোরেনো ভ্যালী কলেজের পদার্থ বিদ্যা বিভাগের অধ্যাপক ড . দীপেন ভট্টাচার্য।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সাবেক পৌর মেয়র ও প্রবীন রাজনৈতিক ব্যক্তিত্ব এডভোকেট শহীদ উদ্দীন চৌধুরী।
মূল আলোচনার উপর প্রশ্নোত্তর পর্বে আলোচনায় অংশ নেন বিশিষ্ট আইনজীবি ও প্রবীন সাংবাদিক মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান,হাওর বাঁচাও আন্দোলনের যুগ্ম আহবায়ক ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন,হপা লাখাই কমিটির সভাপতি মোঃ বাহার উদ্দীন, বিশিষ্ট সাংবাদিক ও জেলা প্রেসক্লাব এর সাবেক সম্পাদক শোয়েব চৌধুরী, অধ্যাপক তানসেন মোহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ।
সার্বিক ব্যবস্থপনায় ছিলেন বাপা হবিগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক তোফাজ্জল সোহেল।
মূল আলোচনায় ড. দীপেন ভট্টাচার্য সিলেট অঞ্চলের ভূপ্রকৃতি ও বন্যার বিশদবিবরন তুলে ধরে বলেন বন্যা একটি প্রাকৃতিক চলমান প্রক্রিয়া একে সাথে নিয়েই আমাদের বসবাস করতে হবে।
মনুষ্যসৃষ্ট পরিবেশ বিনষ্টকারী কর্মকান্ড প্রতিরোধে সম্মিলিত প্রয়াস চালাতে হবে।আন্তঃদেশীয় নদ- নদী ব্যবস্থপনা যৌথভাবে করার বিষয়ে পদক্ষেপ জোরদার করতে হবে।
বন্যার প্রভাবে যাতে জলাবদ্ধতা সৃষ্টি না হয় সেদিকে সতর্ক তা অবলম্বন ও কার্যকর পদক্ষেপ গ্রহন করতে হবে।