বিশেষ প্রতিনিধি :
কুরবানীর পশুর চামড়া সরকারের নীতিমালা অনুযায়ী যথাযতভাবে সংরক্ষণ করার জন্য নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক ইশরাত জাহান।
সোমবার দুপুরে তিনি হবিগঞ্জ সদর উপজেলার সুলতানসি এলাকায় চামড়া সংরক্ষণ ও বিপপন এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি কোরবানির চামড়া যথাযথভাবে সংরক্ষিত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করেন। এসময় তিনি পশুর চামড়া যথাযতভাবে সংরক্ষণ ও বিপনন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ এর সহকারী পরিচালক দেবানন্দ সিনহা এবং বিসিক হবিগঞ্জ এর সহকারী মহাব্যবস্থাপকসহ কর্মকর্তাবৃন্দ।