বাহার উদ্দিন, লাখাই :
হবিগঞ্জের লাখাইয়ের বুল্লাবাজারে মান্না ‘ স’ মিলে অগ্নিকান্ডে মেশিন,অফিস কক্ষ ও মূল্য হিসাবের খাতাপত্র পুড়ে গেছে বলে জানা যায়।
স্থানীয় ও মান্না ‘ স’ মিলের স্বত্তাধিকারী সূত্রে জানা যায়- রবিবার (১০ জুলাই) দিনগত গভীর রাতে উপজেলার স্থানীয় বুল্লাবাজারস্থ মান্না ‘স’ মিলে অগ্নিকান্ডের সূত্পাত হয়।
‘স’ মিলে আগুনের লেলিহান শিখা স্থানীয়দের দৃষ্টিগোচর হলে তা নিভাতে চেষ্টা চালায়।
এদিকে সংবাদ পেয়ে হবিগঞ্জ ফায়ারসার্ভিস একটি ইউনিট স্টেশন অফিসার আরিফুল ইসলাম নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আগুন নিভাতে সক্ষম হয়।
এরই মধ্যে ‘স’ মিলের যন্ত্রাংশ, অফিসকক্ষ, হিসাবের প্রয়োজনীয় খাতাপত্র, অফিসের আসবাবপত্র সহ মূল্যবান সামগ্রী পুড়ে যায়।
সেইসাথে মিলের পাশে দাড়ঁকরিয়ে রাখা একটি ইজিবাইকও পুড়ে যায়।
এ ব্যাপারে মান্না স মিলের স্বত্তাধিকারী সিংহগ্রাম এর বাসিন্দা মোশারফ হোসেন জানান আমি প্রতিদিনের মতো শনিবার মিল বন্ধ করে বাড়ী চলে যাই।পরদিন রবিবার পবিত্র ঈদ উল আজহা থাকায় মিল বন্ধ থাকে।এদিন দিনগত রাত আনুমানিক ১-৪৫ মিনিটে আমার এক প্রতিবেশী আমায় সংবাদ পাঠায় আমার স মিলে আগুন লেগেছে।
এ সংবাদ পেয়ে বাজারে এসে দেখতে পাই স্থানীয় লোকজন এবং ফায়ারসার্ভিস এর লোকজন আগুন নিভাচ্ছে।এরই মধ্যে আমার নতুন বসানো ‘স’ মিলের যন্ত্রপাতি অফিস ঘরের চেয়ার টেবিল,লক্ষ লক্ষ টাকার বাকীর হিসাব খাতা পুড়ে গেছে।এতে আমার প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে।
এছাড়া হিসাবের খাতা পুড়ে যাওয়ায় লক্ষ লক্ষ টাকা বাকী আদায় অসম্ভব হয়ে পড়েছে।তিনি আরো জানান কিভাবে অগ্নি কান্ডের ঘটনা ঘটেছে তা জানিনা।তবে এ ক্ষেত্রে বুল্লাবাজার এর নৈশ পহরীদের অবহেলা রয়েছে।এছাড়া আমার সন্দেহ হচ্ছে কেউ হয়তো সত্রুতা বশত এমনটা করে থাকতে পারে।