বাহার উদ্দিন :
হবিগঞ্জে অনুষ্টিত হচ্ছে সিলেট অঞ্চলের ভূপ্রকৃতি ও বন্যা শীর্ষক বিশেষ আলোচনা সভা।
১২ জুলাই মঙ্গলবার হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে দুপুর ১১ ঘটিকায় এ বিশেষ আলোচনা সভা অনুষ্টিত হতে যাচ্ছে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন( বাপা) হবিগঞ্জ জেলা শাখার সভাপতি ইকরামুল ওয়াদুদ এর সভাপতিত্বে অনুষ্টিত সিলেট অঞ্চলের ভূপ্রকৃতি ও বন্যা শীর্ষক বিশেষ আলোচনায় মূল আলোচক হিসাবে উপস্থিত থাকবেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মোরেনো ভ্যালী কলেজের পদার্থ বিদ্যা বিভাগের অধ্যাপক ড . দীপেন ভট্টাচার্য।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) এর কেন্দ্রীয় সাধারন সম্পাদক শরীফ জামিল এর সঞ্চালনায় অনুষ্টিতব্য আলোচনা সভায় বাপা কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ ও পরিবেশ বিষয়ে বিশিষ্ট ব্যক্তিবর্গ আলোচনায় অংশ নিবেন বলে জানান বাপার হবিগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক তোফাজ্জল সোহেল।
ড. দীপেন ভট্টাচার্য এর সংক্ষিপ্ত পরিচিতি:
অধ্যাপক, পদার্থবিদ্যা বিভাগ, মোরেনো ভ্যালি কলেজ, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র।
দীপেন (দেবদর্শী) ভট্টাচার্যের জন্ম ১৯৫৯ সনে। আদি নিবাস এলেঙ্গা, টাঙ্গাইল। ঢাকার সেন্ট গ্রেগরিজ স্কুল, নটেরডেম কলেজ ও ঢাকা কলেজে পড়াশোনা করেছেন। রাশিয়ার মস্কো স্টেট ইউনিভার্সিটি থেকে পদার্থবিদ্যায় মাস্টার্স এবং ১৯৯০ সনে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ নিউ হ্যাম্পশায়ার থেকে জ্যোতিঃপদার্থবিদ্যায় পিএইচডি করেন। নাসার গডার্ড স্পেস ফ্লাইট ইনস্টিটিউটে গবেষক ছিলেন।
পরে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার রিভারসাইড ক্যাম্পাসে গামা-রশ্মি জ্যোতির্বিদ হিসেবে যোগ দেন। পৃথিবীর বিভিন্ন জায়গায় বায়ুমণ্ডলের ওপরে বেলুনবাহিত গামা-দূরবীন ব্যবহার করে মহাকাশ গবেষণায় নিয়োজিত ছিলেন।
বর্তমানে ক্যালিফোর্নিয়ার মোরেনো ভ্যালি কলেজের পদার্থবিদ্যার অধ্যাপক। ২০০৬-২০০৭ সনে ফুলব্রাইট ফেলো হয়ে ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে পড়ান।
বাংলাদেশে বিজ্ঞান ও পরিবেশ সচেতনতার প্রসারে যুক্ত। তিনি একজন ব্যতিক্রমী গল্পকার; ঢাকা থেকে তাঁর তিনটি গল্পগ্রন্থ ও চারটি বিজ্ঞান কল্পউপন্যাস এবং বাংলাদেশের ভূতাত্ত্বিক ইতিহাসের ওপর একটি বই প্রকাশিত হয়েছে।
দীপেন ভট্টাচার্য বাংলাদেশ পরিবেশ সংক্রান্ত প্রবাসী সংগঠন Bangladesh Environment Network (BEN)-এর প্রতিষ্ঠাতা সদস্য; তিনি বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সঙ্গে সেটির জন্মলগ্ন থেকেই যুক্ত।