বিশেষ প্রতিনিধি :
হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ সরকারি উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বন্যা দুর্গতদের হাতে ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উন্নতমানের খাবার বিতরণ করেন জেলা প্রশাসক ইশরাত জাহান। এর আগে তিনি আশ্রয় কেন্দ্রের সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, লাখাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, ইন্সপেক্টর তদন্ত চম্পক দাম প্রমুখ।
পরে তিনি জেলা প্রশাসক ইশরাত জাহান লাখাই মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজ আশ্রয়কেন্দ্রের বন্যাদুর্গতদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উন্নতমানের খাবার তুলে দেন।