স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ১৫ কেজি ১শ গ্রাম গাঁজা ও পাচার কাজে ব্যবহৃত ১টি পিকআপ সহ দুই যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ উপজেলার লাদিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ। এসময় পিকআপ গাড়িতে থাকা ১৫ কেজি ১শ গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করা হয়।
আটককৃতরা হলো চুনারুঘাট উপজেলার সুন্দরপুর গ্রামের আব্দুস সমেদের ছেলে জামাল মিয়া (২৫) এবং একই উপজেলার আমকান্দি গ্রামের আব্দুল মন্নানের ছেলে আলামিন মিয়া (২৭)।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব এর সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।