দিলোয়ার হোসাইন,বানিয়াচং :
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ঘাগড়াকোনা সহ বিভিন্ন এলাকায় বন্যার পানিবন্দি সাধারন মানুষের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করছে মানবতার ফেরিওয়ালা নামে খ্যাত আলোর দিশারী ব্লাড আইকন।
বৃহস্পতিবার (৭জুলাই) বিকালে বানিয়াচং উপজেলার বিভিন্ন এলাকায় বন্যার্ত পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ছাত্র জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি মুফতী এখলাছুর রহমান রিয়াদ, হাফিজ মাওসুফ আহমদ এবং মুহাম্মদ সাবাজুল ইসলামের অর্থায়নে বন্যার্তদের ঈদের খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন আলোর দিশারী ব্লাড আইকন এর সভাপতি মাওলানা ইমরান আহমদ উসমানী, সাধারণ সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান মিজান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দীন মাসরুর, সাংগঠনিক সম্পাদক মাওলানা রাফিউল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা রুহুল আমীন, অর্থ বিষয়ক সম্পাদক মুফতী ফখরুল ইসলাম, সম্মানিত সদস্য হাফিজ আব্দুল করিম, মুফতী ওয়াজিদ আলী সিদ্দিক, মাওলানা তাফাজ্জুল হক, মুহাম্মদ হেলাল আহমদ, হাফিজ হাসান ফেরদাউস, মাওলানা আখতার হোসাইন, হাফিজ রিয়াদ আহমদ প্রমুখ।
এ সময় আলোর দিশারী ব্লাড আইকন বানিয়াচং এর সভাপতি বলেন ,মানবতার সেবায় ছিলাম আছি ভবিষ্যতে থাকব ইনশাআল্লাহ । বন্যার্তদের পাশে বিত্তবানশালীদের কে এগিয়ে আসার আহবান জানান ।