হামিদুর রহমান,মাধবপুর থেকে : হবিগঞ্জের মাধবপুর উপজেলার শিমুলঘর গ্রামের দরিদ্র পরিবারের সন্তান কাজী হাসানুল হক ছাতিয়াইন বিশ্বনাথ হাইস্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। সে ৫ম ও ৮ম শ্রেণীতে জিপিএ-৫ পেয়ে বৃত্তি পেয়েছিল। এরই মধ্যে ঢাকায় নারী সাংবাদি(এটিএননিউজ) মুন্নি সাহার তত্ত্বাবধানে শিশু সাংবাদিকতার প্রশিক্ষণ নিয়েছে। এই বাসনা থেকে উচ্চ্তর পড়াশুনা করে সে একজন বড় সাংবাদিক হতে চায়। বাবা কাজী ছায়েদুল হক ও মাতা খাদিজা খানম ছেলের স্বপ্নপূরণ করতে চায়। তবে বাধ সেঁেধছে দারিদ্রতা।