লাখাই প্রতিনিধি :
হবিগঞ্জের লাখাইয়ে স্বত্ব মামলার রায় তামিল করে আদালতের মাধ্যমে দখল সমঝিয়ে দেওয়া হলো বাদীকে।
সোমবার (৪ জুলাই/২২) লাখাইর উপজেলা সদরের দক্ষিনে ৩৬ শতাংশ আমন ও পুকুর রকম ভূমি দখলদারদের নিকট থেকে উদ্ধার করে মামলার বাদী ভাদিকারা গ্রামের মোঃ তাজুল ইসলামকে দখল সমঝিয়ে দিয়েছে সংশ্লিষ্ট আদালতের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাগন।
সংশ্লিষ্ট কর্মকর্তাগন সরজমিনে বিরুধীয় ভূমি থেকে অবৈধ দখলকারদের উচ্ছেদ করে লাল নিশান টানিয়ে দিয়ে মামলার বাদী মোঃ তাজুল ইসলামকে ভূমির দখল বুজিয়া দেন ।
এ সময় উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জুয়েল ভৌমিক, জেলা জজ আদালতের নাজির সাইফুর রহমান খান, সিভিল কোর্টের কমিশনার মোঃ শাহজাহান, লাখাই থানা পুলিশের উপপরিদর্শক( এস,আই) সোহাগ ফকির সহ পুলিশ সদস্যবৃন্দ।
উল্লেখ্য স্বত্ব মামলা নং ৬২/০৮ নং মামলার রায়ে পর স্বত্ব জারী মামলা নং ৫/১২ নং মামলার আদেশে লাখাই উপজেলার ভাদিকারা গ্রামের তাজুল ইসলাম কে দখল সমজাইয়া দিয়েছে ম্যাজিস্ট্রেট।
উল্লেখ্য উপজেলার ভাদিকারা গ্রামের তাজুল ইসলাম এর সহিত একই গ্রামের পরতিংগা বিবি গং এর মধ্যে জেলা : হবিগঞ্জ, উপজেলা : লাখাই, মৌজা : ভাদিকারা, জে.এল নং – ৪৩, এস.এ খতিয়ান নং- ১৩৭, নামজারী খতিয়ান নং- ২৯৫৭, এস.এ দাগ নং – ৬০৪৮, রিভাইস খতিয়ান নং- ২৪০৩, রিভাইস দাগ নং – ৯০৮৬। এর ভূমি নিয়ে দীর্ঘদিন যাবৎ মামলা চলে আসছিল।