স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় তিনজনকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এদের প্রত্যেকের বিরুদ্ধে ডাকাতির অভিযোগে ছয় থেকে আটটি করে মামলা রয়েছে বলে ডিবি পুলিশ জানিয়েছে।
সোমবার (৪ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার শানখলা ইউনিয়নে অবস্থিত লালচান্দ চা বাগানের ভেতরের সড়ক থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় পালিয়ে যান আরও ৬/৭ জন।
গ্রেফতাররা হলেন, চুনারুঘাট উপজেলার গাভীগাঁও গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে শাহীন মিয়া (৪০), হবিগঞ্জ সদর উপজেলার মোঃ কদ্দুছ মিয়ার ছেলে ফারুক মিয়া (৪০) ও বানিয়াচং উপজেলার উজিরপুর গ্রামের মোস্তফা মিয়ার ছেলে তুহিন মিয়া (৪৫)।
অভিযানে নেতৃত্বদানকারী হবিগঞ্জ ডিবি পুলিশের উপ পরিদর্শক (এসআই) দ্রুবেশ চক্রবর্তী জানান, ১০/১২ জনের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় আরও ৬/৭ জন পালিয়ে যায়।
তাদের কাছ থেকে ২টি চাকু, ২টি চাপাতি এবং প্রায় ১৫ ফুট দঁড়ি জব্দ করা হয়েছে। গ্রেফতার তিনজনের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতির অভিযোগে ছয় থেকে আটটি করে মামলা রয়েছে।
তিনি আরও জানান, এই ডাকাতদল চা বাগান এলাকায় সংঘটিত হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক এবং বিভিন্ন এলাকায় মানুষের বাড়িতে ডাকাতি করে। আজ মঙ্গলবার তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।